সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
বিএনপি ও জামায়াতে ইসলামীর পঞ্চম ধাপের দেশব্যাপী সর্বাত্মক অবরোধের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করেছেন সিদ্ধিরগঞ্জ থানা আ:লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আজ দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক মহাসড়কের সাইনবোর্ড অংশে অবরোধ বিরোধী পাহাড়া দেন তারা।
সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি পদপ্রার্থী আমিনুল হক রাজুর নেতৃত্ব অবরোধ বিরোধী অবস্থানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া।
দেখা গেছে, সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড থেকে অবরোধ বিরোধী নানা স্লোগানে স্লোগানে মুখরিত রাখেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। একপর্যায়ে তারা মহাসড়ক দিয়ে মিছিলে মিছিলে সাইনবোর্ড অংশে পৌঁছে সেখানে অবস্থান নেন। কর্মসূচিতে অংশ নিয়েছেন ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও মহিলা আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা।