নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জের হাজীগঞ্জে অবস্থিত ইসলামিক এডুকেশন ট্রাস্ট(আই,ই,টি.) সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষিকা সেলিনা আক্তার বিগত ১২/০৬/২০২২ তারিখে নতুন প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেছেন। উল্লেখ্য তিনি এই বিদ্যালয়ে প্রায় ২ যুগেরও বেশী সময় ধরে সহকারী শিক্ষিক হিসেবে শিক্ষকতায় নিয়োজিত ছিলেন। সদ্য তিনি প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি পেয়ে বিগত ১২/০৬/২০২২ প্রধান শিক্ষক পদে কাজ শুরু করেন। উল্লেখ্য সেলিনা আক্তার তাঁর শিক্ষকতা পেশায় যোগদান কালীন সময় থেকে ছাত্রদের সাথে পরম মমতায় ও যত্নের সাথে তার দায়িত্ব পালন করতেন। তাই তার সাবেক ছাত্রদের কাছে তিনি প্রিয় একজন শিক্ষক। শিক্ষকের পদোন্নতি খবর পেয়ে আজ তার সাবেক ছাত্ররা ছুটে যান তার কাছে শুভেচ্ছা জানানোর জন্য। তিনি যোগদানের পরপরই তার একজন সহকর্মী ও জনপ্রিয় শিক্ষক মোঃ বোরহান উদ্দীন মিয়াকে ডে.শিফটের প্রধান হিসেবে দায়িত্ব অর্পন করেন। উল্লেখ্য বোরহান উদ্দীন মিয়াও এই বিদ্যালয়ে ২ যুগেরও বেশী সময় ধরে সুনামের সাথে শিক্ষকতা করে আসছেন। ২০০০ ব্যাচের শুভেচ্ছা জানাতে যারা উপস্থিত ছিল ইমরুল ইসলাম সুইট,মোঃ আমিনুল ইসলাম,আনন্দ, মোঃ শাহাবুদ্দিন, দিপক দাস,মোঃ আল-আমিন (হিমেল),মোঃ বায়েজিদ(জনি), মোঃ তানভীর আহাম্মদে, মোঃ আশরাফুল,জনি (মুরাদ), মোঃ বোরহান প্রমুখ।