আই ইটি সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০০ব্যাচের ২২বছর পূর্তি উপলক্ষে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান।

নিজস্ব সংবাদদাতা ঃনারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি আই ই টি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০০ ব্যাচের ২২ বছর পূর্তি উপলক্ষ্যে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৫মে) হাজীগঞ্জস্থ আই ই টি বিদ্যালয়ের মাঠে এর আয়োজন করা হয়। পূনর্মিলনী উপলক্ষে ওই দিন সকালে ২০০০ ব্যাচের বন্ধুরা নিজেদের মধ্যে একটি প্রীতি ক্রিকেট টুঠনামেন্টের আয়োজন করে। এই খেলা চলে দুপুর পর্যন্ত। দিপক দাস ও জনির অধিনায়কত্বে নিজেদের মধ্যে দুটি দল গঠন করা হয়। খেলায় দিপকের দল ২০ রানে জনির দলকে পরাজিত করে। এর আগে দিপকের দল ১৫ ওভারে ১৪০ রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দেয় জনির দলকে। জবাবে জনির দল ১২০ রান করতে সক্ষম হয়। খেলার পর পুরষ্কার বিতরণি ও নিজেরদের মধ্যে সংক্ষিপ্ত আলোচনার আয়োজন করা হয়। এর আগে আইইটি সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০০ ব্যাচের বন্ধু মেহেদী মোহাম্মদ (বাবু) ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হওয়ায় বিশেষ সম্মাননা স্মারক তুলে দেয় সকল বন্ধুরা। পরে আইইটি উচ্চ বিদ্যালয়ের বন্ধুের অনুরোধে ২০০০ ব্যাচের লক্ষ্মীনারায়ণ স্কুলের অন্য এক বন্ধু দৈনিক আমাদের সময়ের নারায়ণগঞ্জ প্রতিনিধি এমরান আলী সজীব চ্যম্পিয়ন ও রানারআপ দুই দলের মাঝে ট্রফি তুলে দেন।
অনুষ্ঠানে অংশগ্রহণ করা আইইটি উচ্চ বিদ্যালয়ের অন্য বন্ধুরা হলো, লুৎফর, বোরহান, নুরুল, বায়েজিদ,রাজন পাটোয়ারী, আশরাফুল, পায়েল পিন্টু, মকবুল, মুরাদ, আনন্দ,তারেক সোবহান বাবু, তানভীর,দীপক দাস, মাহামুদ বাবু, জালাল রছি, আরমান, রাশেদ, ইমরুল ইসলাম সুইট, শাহাবুদ্দীন, আকরাম, সোহান, পিন্টু, সোহেল রানা, মেহেদী বাবু, রাসেল, সজিব, আশরাফ, খন্দকার সাইফুল ইমাম জনি,শহিদুল ইসলাম বাবু, আমিনুল, সুমন, আল-আমিন হিমেল,সেলিম,সাকিব সারোয়ার রাজু,ইমন,মাসুদ, রনি, শোয়েব,আলী, জুয়েল, তাহাজ্জত, সুমন, নাহিদ,মীর রোমেল,মোরশেদ,মুহিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *