নিজস্ব প্রতিবেদক ।। ভারতের ত্রিপুরার আগরতলার সঙ্গে আন্তর্জাতিক রুটে নতুন বাস অপারেটর চূড়ান্ত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিসি)। বুধবার থেকে ঢাকা-আগরতলা রুটে চলবে ‘এন আর ট্রাভেলস’ (শ্যামলী এন্টারপ্রাইজ)।
আন্তর্জাতিক রুটের টেন্ডার কমিটির প্রধান বিআরটিসির পরিচালক (অর্থ) আমজাদ হোসেন জানান, টেন্ডারের মাধ্যমে এন আর ট্রাভেলস ঢাকা-আগরতলা রুটে বাস অপারেটর হিসেবে নিযুক্ত হয়েছে। এন আর ট্রাভেলস বাস অপারেটর হিসেবে এখন থেকে ঢাকা-আগরতলা আর্ন্তজাতিক রুটে তাদের পরিবহন পরিচালনা করবে। বাংলাদেশের বিআরটিসির পরিচালক আমজাদ হোসেন জানান, দরপত্রের মাধ্যমে চূড়ান্ত হওয়ার পর চুক্তি সাক্ষর হয়েছে। নতুন বাস অপারেটরকে কাগজপত্র বুঝিয়ে দেওয়া হয়েছে।
বাংলাদেশ-ভারত ঢাকা-আগরতলা রুটের নব নিযুক্ত অপারেট এন আর ট্রাভেলসের স্বত্বাধিকারী শুভংকর ঘোষ রাকেশ বলেন, সুষ্ঠু দরপত্র প্রক্রিয়ার পর আমরা ‘অ্যাপয়নমেন্ট লেটার’ হাতে পেয়েছি। বুধবার থেকে বাংলাদেশ-ভারতের ঢাকা-আগরতলার মধ্যে এন আর ট্রাভেলস যাত্রী পরিবহন করা শুরু করবে। শুভংকর ঘোষ রাকেশ আরও জানান, আগের যেকোনো সময়ের চেয়ে আরও উন্নত যাত্রীসেবা এবং আরামদায়ক বাস পাবেন যাত্রীরা। বিআরটিসি সূত্র জানায়, নতুন বাস অপারেটর নিযুক্ত করার মাধ্যমে সরকারের রাজস্ব বাড়বে। তবে যাত্রী ভাড়ার পরিবর্তন হবে না আগের মতো ভাড়া থাকবে।
১৯৯৯ সালে ঢাকা-কলকাতা রুটে সৌহাদ্য বাস সার্ভিসের জন্য বাংলাদেশের বিআরটিসি ও ভারতের ডব্লিউ বিটিসির কর্তৃপক্ষ উভয় প্রতিবেশী দেশের মধ্যে বাস সেবা চালু করে। তখন শ্যামলী পরিবহনকে ঢাকা-কলকাতা রুটে সরাসরি বাস সার্ভিস পরিচালনার জন্য অপারেটর নিয়োগ করা হয়। পরে ২০০২ সালে টেন্ডারের ‘ফোরস্টার কনসোটিয়াম’ নামে একটি কোম্পানিকে বিআরটিসির পক্ষে ঢাকা-কলকাতা রুট পরিচালনার জন্য অপারেটর নিয়োগ করা হয়। এরপরে ২০০৭ সালে নতুন করে শ্যামলী পরিবহনকে ঢাকা-কলকাতা রুটে বাস সার্ভিস পরিচালনার জন্য অপারেটর নিয়োগ করা হয়। এরপর থেকে শ্যামলী পরিবহন কলকাতাসহ চারটি রুটে বাস চালিয়ে আসছিলো এখন থেকে ঢাকা-আগরতলা আর্ন্তজাতিক রুটেও তারা বাস পরিচালনা করবে। প্রতি দুই বছর পরপর উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে বাস পরিচালনার জন্য অপারেটর নিয়োগ করা হয়।