এম.হোসেন (ইন্দো বাংলা সংবাদ)।। সিদ্ধিরগঞ্জ থানা আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সদস্য সচিব মোঃ সাদ্দাম হোসেন বাংলাদেশ গার্মেন্টস ট্রেড ইউনিয়ন ফেডারেশন (রেজিঃ নং- বি-২২১৭) এর কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রোববার (১ জানুয়ারি) রাজধানীর মতিঝিল উত্তর কমলাপুর বাজারস্থ বাংলাদেশ গার্মেন্টস ট্রেড ইউনিয়ন ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ শ্রম অধিদপ্তরের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মহাপরিচালক ( অতিরিক্ত সচিব) খালেদ মামুন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শাহাবুদ্দিন মিয়া সভাপতি ,মোর্শেদ আলম তারা সাধারণ সম্পাদক ও সিদ্ধিরগঞ্জ থানা আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সদস্য সচিব মোঃ সাদ্দাম হোসেনকে যুগ্ম সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট এই কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে বলে জানা যায়।
এদিকে, সিদ্ধিরগঞ্জ থানা আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সদস্য সচিব মোঃ সাদ্দাম হোসেন বাংলাদেশ গার্মেন্টস ট্রেড ইউনিয়ন ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন,জার্নালিষ্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস এর সভাপতি এডভোকেট মনির হোসেন। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন,সাদ্দাম হোসেন একজন শ্রমিক নেতাই নন,তিনি একজন মানবাধিকার কর্মী। তিনি জার্নালিষ্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস এর কেন্দ্রীয় কমিটির চীফ কো-অর্ডিনেটর হিসাবে মানুষের অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আশাকরি আগামীতে শ্রমিকদের অধিকার রক্ষায় তিনি আরো গুরুত্বপূর্ন দাযিত্ব পালন করবেন।
অপরদিকে, সাদ্দাম হোসেন বাংলাদেশ গার্মেন্টস ট্রেড ইউনিয়ন ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় খবর পেয়ে সিদ্ধিরগঞ্জের একাধিক গার্মেন্টস মালিক আনন্দ উল্লাস প্রকাশ করেছেন। পাশাপাশি অসংখ্য শ্রমিকনেতা জানান, আমরা সুখে-দুঃখে সব সময় আমাদের প্রিয় নেতা মোঃ সাদ্দাম ভাইকে পাশে পেয়েছি। তার মত একজন যোগ্য ও দক্ষ নেতাকে এ পদে নির্বাচিত করায় বাংলাদেশ গার্মেন্টস ট্রেড ইউনিয়ন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সকল কমৃকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। নাম প্রকাশে অনিচ্ছুক এক গার্মেন্টস শ্রমিক বলেন,আমাদের প্রিয় নেতা মোঃ সাদ্দাম হোসেন শ্রমিকদের দাবী আদায়ের পক্ষে সবসময় পাশে ছিলেন,আগামীতেও তার এই অবদান অব্যাহত থাকবে বলে আমি মনে করি।
বাংলাদেশ গার্মেন্টস ট্রেড ইউনিয়ন ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় মোঃ সাদ্দাম হোসেন এক প্রতিক্রিয়ায় বলেন, আমাকে বাংলাদেশ গার্মেন্টস ট্রেড ইউনিয়ন ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করায় কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি যেন দায়িত্ব পালনে আরো সচেতন হতে পারি এ জন্য সকলের সহযোগিতা কামনা করছি।