নিজস্ব সংবাদদাতা
প্রেস বিজ্ঞপ্তিঃ-
ঢাকার মিরপুর-১ থেকে মো: জাহাঙ্গীর (১৭) ও মো: আলমগীর (১০) নামে আপন দুই ভাই গত কয়েক দিন ধরে নিখোঁজ রয়েছে। তারা আপন দুই ভাই মিরপুর-১ করলা পাড়া করিম সুংয়ের গার্মেন্টস কর্মী। গত বৃস্পতিবার সকালে মা কে বলে গার্মেন্টস যায় কিন্তু রাত ৮ পরে তারা বাসায় ফিরে আসেনি। ভোলা জেলার চরফ্যাশন থানার ওমরপুর গ্রামের আলাউদ্দিনের দুই ছেলে মো: জাহাঙ্গীর (১৭) ও মো: আলমগীর (১০) । আলাউদ্দিন তাদের সন্তানদের নিয়ে মিরপুর-১ গুদারা ঘাট কাজিপুরী স্কুলের এস ব্লকের ১নং রোড স্বপনের বাড়ী বসবাস করে। আলাউদ্দিন ও তার আত্নীয় নূর ইসলাম ভিবিন্ন্ জায়গায় খোঁজা- খুজি করে কিন্তু তাদেরকে না পেয়ে মিরপুর, শাহ আলী থানায় জিডি করে যাহার নং ৬৯৭। মো: জাহাঙ্গীর (১৭) ও মো: আলমগীর (১০) দুই সন্তানকে না পেয়ে তার মা বাবা আত্নীয় স্বজন পাগল প্রয়। কেউ সন্ধান পেলে বাবা মো: আলাউদ্দিনঃ-০১৭৯৩-২০২৪০৭ আত্নীয় মো: নূর ইসলাম:-০১৭৩৫-৭৭৬৫০৬।