ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ কিছু অংশে বেড়েছে যানবাহনের চাপ। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল বাসস্ট্যান্ড এলাকায় সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায়। যানবাহনের চাপ বাড়লেও এখনো পর্যন্ত মহাসড়কের কোনো স্থানে তীব্র যানজট দেখা যায়নি। তবে কিছু স্থানে যানবাহনের জটলা সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, নির্দিষ্টসময় পরপর দূরপাল্লার যানবাহনগুলো ছেড়ে গেলেও যাত্রী ওঠানামা করা এবং সিগন্যালের ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর থেকে লাঙ্গলবন্দ এর চৈতিএলাকা পর্যন্ত যানবাহন কিছুটা ধীর গতিতে চলাচল করছে। এছাড়া ফুটওভার ব্রিজের পরিবর্তে নিচ দিয়ে রাস্তা পারাপার হওয়ার ফলে যানবাহনগুলো চলাচল করতে বাধার সম্মুখীন হচ্ছে। পাশাপাশি মহাসড়কে রয়েছে যানবাহনের অতিরিক্ত চাপ।

মোহাম্মদ খোরশেদ নামের এক যাত্রী বলেন, ‘আগামীকাল থেকে ঈদের ছুটি শুরু হলেও প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে দুর্ভোগ এড়াতে আজই পরিবার নিয়ে গ্রামে যাচ্ছি। আশা করছি, ঈদের পর নির্বিঘ্নে আবার ঢাকায় ফিরতে পারব।’
এ বিষয়ে শিমরাইল হাইওয়ে থানার টিআই শরফুদ্দিন বলেন, ‘আগামীকাল থেকে ঈদের ছুটি শুরু হলেও আজ থেকে অনেকেই গ্রামের দিকে ছুটছেন। তাই মহাসড়কে যানবাহনের চাপ কিছুটা বেড়েছে। আজ সন্ধ্যার পর থেকে যানবাহনের এই চাপ আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। তবে মহাসড়কের কোথাও এখনো কোনো তীব্র যানজটের সৃষ্টি হয়নি। যানজট নিরসনে আমাদের একাধিক টিম মহাসড়কে নিরলস কাজ করে যাচ্ছেন।
মোঃ ফারুক হোসেন সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি ০১৭১২৯১৩০৮৫