এক শার্টের দাম সাড়ে ১৯ হাজার, ৮৫ হাজার টাকা জরিমানা জরিমানা

থাইল্যান্ড থেকে আনা শার্ট, দাম ১৯ হাজার ৫০০ টাকা। অথচ নেই আমদানির কোনো নথি। এমনকি দোকানির আমদানি লাইসেন্সও নেই। নিজের ইচ্ছেমতো দাম বসিয়ে অতি উচ্চমূল্যে বিক্রি করা হচ্ছিল শার্ট, জুতা, কসমেটিকস পণ্য।

ভোক্তাদের সঙ্গে এমন প্রতারণার দায়ে আলমাস প্রিয় সুপারশপসহ আরও কয়েকটা প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (২৯ এপ্রিল) রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

এদিন ধানমন্ডি এলাকার আলমাস প্রিয় শপ, জেনারেল স্টোরসহ কয়েকটা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিদপ্তরের টিম। এসময় একটি দোকানে শার্টের দাম ১৯ হাজার ৫০০ টাকা বিক্রির জন্য প্রাইস ট্যাগ লাগানো দেখতে পাওয়া যায়।

এত বেশি দামের কারণ জানতে চাইলে দোকানের বিক্রয়কর্মী জানান, সেগুলো থাইল্যান্ড থেকে আনা হয়েছে, লাগেজে করে আনা পণ্য। দোকানের লাইসেন্স নেই। তবে মালিক দেশের বাইরে গেলে এগুলো নিয়ে আসেন। পরে সেগুলোতে প্রাইস ট্যাগ লাগিয়ে বিক্রি করা হয়।

অথচ লাগেজ পার্টির মাল অর্থাৎ লাগেজ ভরে আনা কোনো পণ্য বিক্রয় নিষিদ্ধ। এসব অপরাধে ওই এলাকায় কয়েকটা দোকানকে ৮৫ হাজার এবং কয়েকটা কসমেটিকসের দোকানকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।

অধিদপ্তরের পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, প্রিয় শপে বেশ কিছু পণ্য পেয়েছি, যেগুলোর দাম অনেক বেশি। এগুলো নাকি লাগেজ পার্টির পণ্য। আমরা সব সময় বলে আসছি- লাগেজ পার্টির পণ্য বিক্রি করা নিষিদ্ধ। এখানে ভ্যাট-ট্যাক্স ফাঁকি দেওয়া হয়। এ প্রতিষ্ঠান আরও কিছু পণ্যে ইচ্ছেমতো দাম বসিয়ে তারা বিক্রি করছেন। এতে ভোক্তারা প্রতারণার শিকার হচ্ছেন।

তিনি বলেন, প্রতারণারোধে কয়েকটা প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা করেছি। এখানে কিছু কসমেটিকসের দোকানও আছে। তাদেরকে একই অপরাধে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *