এস আই ইয়াউর রহমান নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ উপ- পরিদর্শক নির্বাচিত হয়েছে ।

নিজস্ব প্রতিবেদক

২০২৩ সালের ফেব্রুয়রি মাসে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ উপপরিদর্শক (এসআই) নির্বাচিত হয়েছে সিদ্ধিরগঞ্জ থানার মো: ইয়াউর রহমান। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশের কার্যালয়ে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলের হাত থেকে ইয়াউর রহমানের অনুপস্থিতিতে তার হয়ে ক্রেসটি গ্রহন করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
মো: ইয়াউর রহমান জানান, আমি বিশ্বাস করি কাজ করলে তার ফল পাওয়া যায়। পুলিশ ও জনতার মেলাবন্ধন অত্যন্ত জরুরী। আমি আমার ক্রেস পাওয়াতে আমাদের সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা স্যারকে ধন্যবাদ জানাই। তার দিকনির্দেশনায় এবং আমার সহকর্মীেদের সহায়তায় নিজের দায়িত্ব নির্ভুলভাবে পালন করার চেষ্টা করেছি। যার ফলে এটি সম্ভব হয়েছে। আমি ছুটিতে থাকায় সশরীরে ক্রেসটি গ্রহন করতে পারিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *