বাংলার পত্র :নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাংবাদিক শাহজাহান জনির মা ও প্রয়াত সকল সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের মৃত্যুতে রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ মে ) বাদ আছর ওয়ার্কিং জার্নালিস্ট ফোরামের উদ্যোগে সিদ্ধিরগঞ্জপুলস্থ এম এস টাওয়ারে এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে সকল সাংবাদিকদের পিতা মাতার সুস্থতা কামনা ও নিহতদের রুহের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
পাশাপাশি উপস্থিত সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানানো হয় ওয়ার্কিং জার্নালিস্ট ফোরামের পক্ষ থেকে। উক্ত মিলাদ অনুষ্ঠানে নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন ওয়ার্কিং জার্নালিস্ট ফোরামের সভাপতি এ্যাড. মনির হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ শাওন ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সাবেক পৌর প্রশাসক মোঃ আবদুল মতিন প্রধান, নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ লিংকন, সিটি প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ আরজু, দৈনিক সমকালের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মোঃ জনি, এশিয়ান টেলিভিশন সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মোঃ ফারুক হোসেন, দেশ রূপান্তর পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মোঃ সোহেল, গণঅধিকার কলকাতা পত্রিকা মোঃ জাকির হোসেন, আজকের অর্থনীতি মোঃ অপু, আজকের বসুন্ধরা মোঃ মুন্না, আজকের সূর্যোদয় সম্পাদক মোঃ সোহেল, বাংলাদেশ সমাচার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মোঃ সুমন মাহমুদ দিহান, খোলা কাগজের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মোঃ মিলন, আলোকিত শীতলক্ষ্যা সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, আমার সংবাদ মোহাম্মদ আমির হোসেন, মোঃ আলাউদ্দিন, এশিয়ান টেলিভিশন ক্যামেরাম্যান মোঃ আশিক , ও অন্যান্য সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।