সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : গাজীপুর রিজিয়ন এর আ্ওতাধীন কাচঁপুর হাইওয়ে থানা পুলিশ ,যোগদানের পর থেকেই কাচঁপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ নবীর হোসেনের নেতৃত্বে কঠোর অবস্থানে রয়েছেন কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। ইতিমধ্যে নিজের অভিজ্ঞতা এবং মেধার ভিত্তিতে ঈদুল ফিতর দায়িত্ব পালনে মহাসড়ক যানজট মুক্ত করতে সফল বলে জানান যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
পরিবহন শ্রমিকরা বলেন, ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়ক এত দ্রæত সময়ের মধ্যে পরিবর্তন হবে কখনো ভাবতে পারিনি। আগে যেখানে ঘন্টার পর ঘন্টা এ সড়কগুলোতে যানজট লেগেই থাকতো। ওসি নবীর হোসেন কাঁচপুর হাইওয়ে থানায় যোগদান করার পর থেকেই মহাসড়কের চিত্র ভিন্ন। মহাসড়কে গাড়ী চালালে যেনো মনে হয় বিদেশের কোন রাস্তায় গাড়ী চালাচ্ছি। তারা আরও বলেন, মহাসড়কে যানজট এখন অনেক হারে কম। যানজট কম হওয়াতে যাত্রী ভোগান্তি অনেক কমেছে এবং অতিরিক্ত গ্যাস ও তৈল অপচয় হাত থেকেও বেঁচেছে। এমন একজন সু-দক্ষ পুলিশ অফিসার নবীর হোসেনকে আমরা সাধুবাদ জানাই।
কাচঁপুর হাইওয়ে থানার টি আই ওমর ফারুক জানান,নতুন ওসি স্যারের যোগদানের পর হাইওয়ে থানারনিয়ম-কানুন,শৃঙ্খলা-মহাসড়ক যানজট মুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছেন।মেধা ও দ্বায়িত্ব- কর্তব্য পালনে তিনি অভিজ্ঞতার সাথে দক্ষতার পরিচয় দিয়ে সফল ভাবে মহাসড়ক যানজট মুক্ত রাখতে কর্মসুচী হাতে নিয়েছেন।
কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ নবীর হোসেন বলেন, মহাসড়কে শৃঙ্খলা আনতে হাইওয়ে পুলিশ তৎপর রয়েছে। মহাসড়কে অবৈধ থ্রী-হুইলার, সিএনজি, অবৈধ গাড়ী পার্কিং করতে দেওয়া হবে না। যতদিন কাঁচপুর হাইওয়ে থানায় দায়িত্ব পালন ও কর্তব্যরত থাকব ততদিন মহাসড়কে যানজট মুক্ত রাখতে তৎপর চালিয়ে যাব।