কিশোর গ্যাং এর ছুরির আঘাতে সাংবাদিক রাশিদ চৌধুরী আহত

নিজস্ব সংবাদদাতা ঃকিশোর গ্যাংয়ের সদস্যদের অস্ত্রের মহড়া নিয়ে নিউজের সূত্র ধরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতের গুরুতর আহত হয়েছেন নারায়ণগঞ্জের স্থানীয় দৈনিক অগ্রবানী পত্রিকার নির্বাহী সম্পাদক মো. রাশিদ চৌধুরী। শুক্রবার (১৩ মে) রাতে শহরের গলাচিপা বোয়ালিয়া খাল এলাকায় এই ছুরিকাঘাত হন।

পরে স্থানীয়রা উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে প্রাথমিক ঢাকা মেডিক্যাল কলেজে প্রেরণ করেছেন। রাশিদের সাথে জসিম নামে আরও একজন ছুরিকাঘাতে আহত হয়েছেন।

রাশিদের সাথে থাকা নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আনন্দ টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি সৈয়দ সিফাত আল রহমান লিংকন বলেন, আমাকে রাশিদ বলেছে সম্প্রতি কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া নিয়ে বিভিন্ন পত্রিকায় নিউজ প্রকাশিত হয়। আর আর এই নিউজের সূত্র ধরে কিশোর গ্যাংয়ের সদস্য বুইট্টা মাসুদ এবং শান্ত সহ আরও কয়েকজন মিলে তার উপর হামলা করে।

তিনি আরও বলেন, রাশিদকে ঢাকা ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। ছুরিকাঘাতের জায়গা সেলাই করা হয়েছে। সে এখন চিকিৎসাধীন রয়েছে।

এদিকে রাশিদের রক্তাক্ত জখম দেখে তার পিতা দৈনিক অগ্রবানীর সম্পাদক স্বপন চৌধুরীও শারীরিক ভাবে অসুস্থ হয়ে ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রয়েছেন।

তবে এ ঘটনায় ফতুল্লা মডেল থানা ওসির সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। সেই সাথে অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) নাজমুল হাসানের সাথে যোগাযোগ করা হলে তাকেও পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *