নিজস্ব সংবাদদাতা ঃনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের উৎপাত নির্মূলে সিদ্ধিরগঞ্জে ৪নং ওয়ার্ড ও ৫নং ওয়ার্ড টহল চালিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। এসময় সিদ্ধিরগঞ্জ থানা অপারেশন ওসি মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকটহলে অংশ নেন।
বৃহস্পতিবার (২৭ মে) সন্ধ্যা সাতটার দিকে এই টহল শুরু করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
এসময় এলাকার রাস্তার ধারে, নদীর পাড়ে, চায়ের দোকানে, আড্ডায় মেতে থাকা কিশোরদের ডেকে এনে তাদের সাবধান করে দেয় পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার অপারেশন (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান কিশোর গ্যাংয়ের উৎপাত ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি। আমরা আমাদের এ অভিযান অব্যাহত রাখতে চাই।
তিনি আরও বলেন, সিদ্ধিরগঞ্জ থানা জনবহুল এলাকা। এ কারনে এখানে ইয়াং ছেলেদের সংখ্যা বেশি। এরা বিভিন্ন পাড়া মহল্লায় অযথা ঘোরাঘুরি করার কারনে নানা ভাবে তারা গ্যাং কালচারে আসক্ত হয়ে পড়ছে। আমরা আপনাদের সহযোগীতায় তাদের সতর্ক করতে চাই৷ এ সমাজ এ রাষ্ট্র আমাদের সকলের। যার কিশোর অপরাধী রয়েছে ও মাদক ব্যবসায়ী রয়েছে আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করব। আমাদের চোখে এমন অপরাধী পেলে তাদের যে স্থান তাদের সে স্থান জেল হাজতে প্রেরণ করব।