নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশকে ভারতের কূটনৈতিক স্বীকৃতির ৫১তম বার্ষিকী আজ। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি দিন। এদিন প্রথম দেশ হিসেবে ভারত আনুষ্ঠানিকভাবে স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
ভারতের স্বীকৃতির ৫১ তম বার্ষিকীতে বাংলাদেশের কর্মরত ভারতীয় মিডিয়ার সাংবাদিকদের সংগঠন ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইমক্যাব) এর সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তারা বলেন, আজ (৬ ডিসেম্বর) মুক্তিযুদ্ধের ইতিহাসে এক স্মরণীয় দিন। একাত্তরের এই দিনে মুক্তিযুদ্ধের চূড়ান্ত ভারত স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। এই স্বীকৃতি মুক্তিযুদ্ধে প্রচন্ড গতি এনে দিয়েছিল, যার পরিণতিতে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশ-ভারত যৌথ কমান্ডের কাছে ১৬ ডিসেম্বর আত্মসমর্পণ করতে বাধ্য হয়।
দুই সাংবাদিক নেতা এই দিনে দু’দেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে বাংলাদেশে কর্মরত ভারতের গণমাধ্যম প্রতিনিধিদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।