নিজস্ব প্রতিবেদক ।। বাংলাদেশে শৈত্য প্রবাহ চলছে। তাপমাত্রা একেবারে কমে এসেছে। ফলে অসহায় মানুষ গুলো প্রচন্ড শীতে কাবু হয়ে পড়েছে। সেই সব মানুষের শীত নিবারনের মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে গরিব ও অসহায় এক হাজার পরিবারের মাঝে কম্বল বিতরণ করলেন বাংলাদেশের সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগ নেতা লিটন আহমেদ।
সিদ্ধিরগঞ্জ থানাধীন আদমজী সোনামিয়া মার্কেটস্থ সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী লীগের কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএম নাসিম ওসমানের পুত্র জননেতা আলহাজ্ব আজমেরী ওসমান। নারায়ণগঞ্জ মহানগর তাঁতী লীগের সদস্য ও সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী লীগের আহবায়ক মো. লিটন আহমেদ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএম নাসিম ওসমানের সহধর্মিনী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পারভীন ওসমান এবং বিশিষ্ট সমাজ সেবক ও যুবলীগ নেতা কাজী আমির হোসেন,পিজা শামীম, নারায়ণগঞ্জ মহানগর তাঁতী লীগের সদস্য রাকিবুল হাসান সবুজ, হৃদয় হোসেন বাবু, সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী লীগের সহ-সভাপতি মনির হোসেন, আবুল হোসেন, যুগ্ম সম্পাদক মো. মাসুম, মো. ফরিদ, সদস্য মোহাম্মদ খোরশেদ আলম, মোহাম্মদ আলাউদ্দিন, ৭ নং ওয়ার্ড সভাপতি মো. জসিম, ৬ নং ওয়ার্ড সদস্য রাজা, শাহীন প্রমুখ। এছাড়া সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী লীগের বিভিন্ন ওয়ার্ডের নেতা ও কর্মীরা এই কম্বল বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।