নিজস্ব সংবাদদাতা ঃ
গ্লোবাল টেলিভিশনের ঢাকা অফিসের সামনে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ও সন্ত্রাসী মুন্না বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক শিমরাইল মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গ্লোবাল টেলিভিশনের নারায়ণগঞ্জ প্রতিনিধি সাইফুল্যাহ মোঃ খালিদ রাসেলের সভাপতিত্বে উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, ওয়ারকিং জারনালিস্ট এর সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার জেলা প্রতিনিধি মোশতাক আহমেদ শাওন, সিদ্ধিরগঞ্জ রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক ও দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিনিধি তরিকুল ইসলাম নয়ন, এশিয়ান টিভির সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মোঃ ফারুক হোসেন, আজকের বিজনেস বাংলাাদশ পত্রিকা নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি এস.কে মাসুদ রানা, দৈনিক ভোরের পাতা সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি সেলিম আহমে, মোঃ সোহেল রানা চ্যানেল এস, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি আমির হোসেন, সাংবাদিক গাজী সেলিম,বাংলাদেশ সমাচার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মোঃ সুমন মাহমুদ দিহান,
দৈনিক বর্তমান পত্রিকার প্রতিনিধি আব্দুল হালীম নিশান, আলোকিত শীতলক্ষ্যা ডট কম এর সম্পাদক তোফাজ্জল হোসেন, ক্যামেরা ম্যান মোঃ আলামিন,স্বাধীনমত পত্রিকার সম্রাট আকবর, দৈনিক চিন্তা ধারা পত্রিকার বিশেষ প্রতিনিধি আরিফ হোসেন প্রমূখ।
এসময় সাংবাদিক নেতারা বলেন, যুগ যুগ ধরে গণমাধ্যমকর্মীরা দেশের স্বার্থে কাজ করে যাচ্ছে। বার বার তাদের উপর সন্ত্রাসী হামলা চালাচ্ছে সন্ত্রাসীরা। কিন্তু সাংবাদিকদের যারা হামলা করছে সেসব সন্ত্রাসীরা রয়ে যায় ধরা ছোয়ার বাইরে। এসব সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি জানাচ্ছি। সেই সাথে যারা এই ন্যাক্কার জনক ঘটনার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।