নিজস্ব প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের মতো এ বছরও নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের একমাত্র পুত্র একেএম অয়ন ওসমানের পক্ষ থেকে শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় ছিন্নমূল অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।


রোববার ( ১মে ) সন্ধ্যারপর ৭টার শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় যুবলীগের নেতৃত্বে হতদরিদ্র অসহায় ছিন্নমূল মানুষের মাঝে ঈদ উপহার তুলে দেন যুবলীগ নেতারা। যুবলীগ নেতা আরিফ চৌধুরী মোঃ আল আমন মিয়া মোঃ রাসেল মোহাম্মদ সোহেল এর সার্বিক তত্ত্বাবধানে এ.কে.এম অয়ন ওসমানের ঈদ উপহার সেমাই, চাউল, চিনি, দুধ, মসলা ও তৈল খাদ্য সামগ্রী অসহায় হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।