চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করলেন সার্জেন্ট মাসুদ রানা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
ফতুল্লা থেকে চুরি হওয়া মটরসাইকেল পরিত্যক্ত আবস্থায় উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলেন কাঁচপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. মাসুদ রানা। গত মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্রগ্রাম মহসড়কের শিমরাইল বাসস্ট্যান্ড ডেমরা রাস্তার পাশে ঢাকা মেট্রোঃ ল -৫০-৪৯ ৬৬ নাম্বারের একটি লাল রঙের মটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় দেখতে পেয়ে কাঁচপুরে ডাম্পিং প্রেরণ করে। পরে সার্জেন্ট মো.মাসুদ রানা বি আর টি এর মাধ্যমে মালিকের বিস্তারিত ঠিকানা নিয়ে মটরসাইকেলের মালিককে ফোন করে নিশ্চিত করে আসতে বলে। মটরসাইকেল মালিক মো.আঃ রহিম দেওয়ান ফোনে বলেন যে গত (২৬ সেপ্টেম্বর) রাতে ফতুল্লার শান্তিধারা ১নং রোডের ১৩ নং বাসা থেকে মটরসাইকেল চুরি হয়ে যায়। এই বিষয়ে মটরসাইকেলে মালিক মো.আঃ রহিম দেওয়ান ফতুল্লা থানায় সাধারণ ডায়েরি করে। পরে সার্জেন্ট মো. মাসুদ রানা মটরসাইকেলের অরজিনাল কাগজ পত্র ও ফতুল্লা থানার জিডি কপি নিশ্চিত হয়ে মটরসাইকেলের প্রকৃত মালিককে বুঝিয়ে দেয়। মটরসাইকেলের প্রকৃত মালিক সার্জেন্ট মো. মাসুদ রানার প্রংসশা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *