জাতীয় শোক দিবস উপলক্ষে ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও গণভোজ অনুষ্ঠিত।

সিদ্ধিরগঞ্জ ৪নংওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া-মিলাদ মাহফিল এবং মানুষদের মাঝে খাদ্য বিতরণ ও গণভোজের আয়োজন করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক,তাজিম বাবু ও নারায়ণগঞ্জ মহানগরের আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ ইসমাইল হোসেন, ৪ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন সার্বিক তত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমান।

গতকাল ১৫ আগস্ট (মঙ্গলবার) দুপুরে আম্বর পেপার মিলে সামনে আটি গ্রাম এলাকায় দোয়া মিলাদ মাহফিল এবং মানুষদের মাঝে খাদ্য বিতরণ ও গণভোজের আয়োজন করা হয়।

এসময় বক্তব্যে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, বঙ্গবন্ধু পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারতেন। তিনি হননি। দেশ স্বাধীন করেছেন তিনি এবং তাঁকে জীবন দিতে হয়েছে। আপনাদের অনুরোধ করবো আজকের স্লোগান বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ রক্ষা করো। আল্লাহর ওপর বিশ্বাস রেখে বলতে পারি যত ষড়যন্ত্রই করুক, শয়তান আল্লাহর রহমতের সাথে পারে না। শেখ হাসিনাই আগামীতে সরকার গঠন করবেন। তিনি আরও বলেন, আমাদের সবাইকে প্রস্তুতি নিতে হবে। আগামী দুই-তিন মাস ওই খুনিরা অতীতে যেই ধরনের ঘটনা ঘটিয়েছে তার চেয়েও ভয়ংকর ধরনের ঘটনা তারা ঘটানোর চেষ্টা করবে। বাংলাদেশকে তারা ব্যর্থ রাষ্ট্র করার জন্য লন্ডন থেকে বসে এবং মৌলবাদী শক্তির উত্থানের জন্যে যা যা কিছু পরিকল্পনা করার দরকার তারা তা করছে। তারা দেশকে আফগানিস্তান বানাতে চাচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন,মোহাম্মদ তাজিম বাবু, মোহাম্মদ ইসমাইল হোসেন, মোঃ আবুল হোসেন, মোঃ আক্তার হোসেন প্রমুখ।

পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশ ও জনগণের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।দোয়া শেষে গরীব অসহায় দুস্থ মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *