কাজী সালাউদ্দিনঃ- সোনারগাঁয়ের জামপুরে চেয়ারম্যান হুমায়ূন কবির ভূঁইয়া’র উদ্যোগে প্রধান মন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পালন।
২৮শে সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হুমায়ূন কবির ভূঁইয়া’র উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে মিলাদ মাহফিল এর মধ্যে দিয়ে কেক কেটে জন্মদিন পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন আওয়ামীলীগের ৭ নং ওয়ার্ডের সভাপতি কাজী জসিমউদ্দিন, আওয়ামীলীগ নেতা কাজী শাহাজাদা, ইউপি সচিব বদিজামান, কাজী মঈন উদ্দিন, তাজউদ্দিন ভূইয়া, আব্দুর নূর, কবি জামান ভূঁইয়া, আশিকুর রহমান রানা, ডাঃ বুলবুল, ফিরোজ ভূঁইয়া, ইউডিসি সানাউল্লাহ, রিফাত, হৃদয়,শান্ত সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
প্রধান মন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। পরে উপস্থিত নেতা কর্মীবৃন্দসহ সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।