জেলা মহিলা শ্রমিক লীগের নবগঠিত কমিটিকে নারী নেত্রীদের শুভেচ্ছা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলা মহিলা শ্রমিক লীগের নব-গঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন নারী নেত্রীবৃন্দরা।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে সৌজন্য সাক্ষাৎকালে সংগঠনের সভাপতি শামিম আরা লাভলীর হাতে ফুলের তোড়া দিয়ে এ অভিনন্দন ও শুভেচ্ছা জানান, সিদ্ধিরগঞ্জ থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা মাকসুদা রশিদ শিকদার, বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নারায়গঞ্জ মহানগর সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা যুব মহিলা লীগ নেত্রী স্বর্ণালীসহ জেলা, মহানগর ও থানার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ।
এ সময় শামিম আরা লাভলী বলেন, আন্দোলনের সূতিকাগার নারায়ণগঞ্জে সকল আন্দোলন সংগ্রামে নারায়ণগঞ্জ মহিলা শ্রমিক লীগ গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। এজন্য আমি সকলের সহযোগীতা কামনা করছি। আমরা রাজপথের সৈনিক রাজপথে আছি থাকবো।
প্রসঙ্গত, মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি শামসুন নাহার এমপি ও সাধারণ সম্পাদক কাজী রহিমা আক্তার সাথী শামিম আরা লাভলীকে সভাপতি ও নিলুফা বেগমকে সাধারণ সম্পাদক করে ৭১সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ জেলা মহিলা শ্রমিক লীগের কমিটির ঘোষনা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *