ঢাকার বৃহত্তর হকার্স মার্কেট বঙ্গবাজারের ভয়াবহ আগুন ।

ঢাকার বৃহত্তর হকার্স মার্কেট বঙ্গবাজারের ভয়াবহ আগুন
পুড়েছে পাঁচ হাজার দোকান, দুই হাজার কোটি টাকার ক্ষতি
দমকল বাহিনী, বিজিবি-বিমান-নৌ ও সেনাবাহিনীর যৌথ চেষ্টায়
সাড়ে ছয় ঘণ্টা আগুন পর নিয়ন্ত্রণে

ঢাকার রাজধানীর বৃহত্তর হকার্স মার্কেট বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। দীর্ঘ সাড়ে ছয় ঘণ্টা পর দুপুর সাড়ে ১২ টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল বাহিনীর ৪৮টি ইউনিটের প্রায় সাড়ে ৬ ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। মঙ্গলবার দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে আগুনে এখন পর্যন্ত আটজন আহত হয়েছেন বলে জানিয়েছে দমকল বাহিনী। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। বঙ্গবাজার থেকে আশপাশের আরও চারটি মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট কাজ করে। একপর্যায়ে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেয় বিজিবি-বিমান-নৌ ও সেনাবাহিনী। তবে তাদের পানি সংকটে পড়তে হয়। পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়।
অন্যদিকে ঢাকার হাতিরঝিল থেকে পানি নেয় বিমানবাহিনীর হেলিকপ্টার। কয়েক দফায় হেলিকপ্টারে করে হাতিরঝিল থেকে পানি নেওয়া হয়েছিল।
আগুনে বঙ্গবাজার মার্কেটে আড়াই হাজারসহ আশপাশের মার্কেটে অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ৫ হাজার দোকান ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। আগুনে আনুমানিক দুই হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *