ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৬

সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি মোঃ ফারুক হোসেন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৬ জন আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন,কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবুল কাশেম।

এর আগে শনিবার (৭ জানুয়ারি) দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। এদিকে সড়ক দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে দিকে চট্টগামী লেনে চলন্ত অবস্থায় একটি ট্রাকের চাকা খুলে যায়। এতে ট্রাকটি সামনে থাকা লেগুনার পিছনের অংশের সঙ্গে ধাক্কা খায়। এতে লেগুনার যাত্রীসহ ৬ জন আহত হন। খবর পেয়ে পুলিশ তাদের সাইনবোর্ডের প্রো-অ্যাকটিভ হাসপাতালে নিয়ে যান।

প্রো-অ্যাকটিভ হাসপাতালের ম্যানেজার মো. রাশেদ জানান, সড়ক দুর্ঘটনায় আহত ছয়জনকে আমাদের হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রিলিজ দেওয়া এবং আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। বাকি তিনজন এখনও তাদের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তবে তারা প্রত্যেকেই শঙ্কামুক্ত।

এ বিষয়ে কাচঁপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ( ইনচার্জ) টিআই মো. একে এম শরফুদ্দিন জানান, আহতরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আমরা এরই মধ্যে মহাসড়ক থেকে দুর্ঘটনার শিকার ট্রাক ও লেগুনাটিকে সরিয়ে নিয়েছি। বর্তমানে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *