নাজমুল করিমের উদ্যোগে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের প্রতি দোয়া ও খাবার বিতরণ।

কাজী সালাউদ্দিন:- ১৫ আগস্ট বাঙ্গালীর মুক্তির দূত, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী। বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে জাতির জন্য এক কালো অধ্যায়ের জন্ম হয়েছিল সেইদিন।

এই বিশেষ দিন উপলক্ষ্যে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের এবং জামপুর ইউনিয়ন সাবেক সভাপতি ৪ নং ওয়ার্ড ছাত্রলীগ ও সাবেক সিনিয়র সহ-সভাপতি স্বেচ্ছাসেবক লীগ জামপুর ইউনিয়ন মোঃ নাজমুল করিম এর উদ্যোগে আজ দোয়া ও খাবার বিতরণ করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, কৃষি বিদ দীপক কুমার ভৌমিক, এইচএম মাসুদ দুলাল, জামপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি দেওয়ান মুস্তাফিজুর রহমান, আওয়ামী লীগ নেতা হাজী তাইজউদ্দিন ভূঁইয়া তাজু, জামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুন নুর, যুবলীগ নেতা গোলজার হোসেন, জামপুর ইউনিয়ন সাবেক ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম রফিক, স্বেচ্ছাসেবক লীগ নেতা মনির হোসেন, আওয়ামী লীগ নেতা আজিজুল হক ভূঁইয়া, শাহজাহান ভূঁইয়া।

এসময় মোঃ নাজমুল করিম গণমাধ্যমকে জানান ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আজ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন দেশের জন্ম হতনা। বঙ্গবন্ধুকে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট কালো রাতে স্বপরিবারে হত্যার মাধ্যমে বাংলাদেশকে ও বাংলাদশের স্বাধীনতাকে নস্যাৎ করতে চেয়েছিল একটি কুচক্রি মহল। কিন্তু তাঁরা সফল হতে পারেনি।
বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা শক্ত হাতে দেশের হাল ধরেছেন এবং দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *