নারায়ণগঞ্জের বন্দরে ৯দিন ধরে নিখোঁজ কিশোর মাহিন

নারায়ণগঞ্জ প্রতিনিধি ঃ

নারায়ণগঞ্জের বন্দরের পদুগড় থেকে মাহিন (১৮) নামের এক কিশোর নিঁখোজ হয়েছেন৷ গত ০৩ নভেম্বর দুপুরে একটা পনেরো মিনিটের দিকে নামাযে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন মাহিন৷ এরপর আর বাসায় ফেরেনি সে৷ ওই ঘটনায় পরিবারের পক্ষ থেকে মাহিনের মা মিনারা বেগম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন৷

জিডি সূত্রে জানা যায়, বন্দরের পদুগড় এলাকার মো. মোকলেসুর রহমান ও মিনারা বেগম দম্পতির সন্তান মাহিন আল মাহদিন৷ গত ০৩ নভেম্বর জোহরের নামায পড়ার কথা বলে দুপুর একটা পনেরো মিনিটের দিকে বাসা থেকে বের হন মাহিন৷ ব্যাপক খোঁজাখুঁজির পরেও তার সন্ধান পাওয়া যায়নি৷ মাহিনের শারীরিক উচ্চতা ৫ ফিট ৪ ইঞ্চি৷ নিখোঁজের সময় তার পরনে পাঞ্জাবি- পায়জামা ছিল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *