নিজস্ব সংবাদদাতা ঃ
নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহতের খবর পাওয়া গেছে। নিহত ওই ব্যাক্তির নাম আলমাছ ব্যাপারি (৪০)। তিনি পেশায় একজন গরু ব্যাবসায়ি। এসময় নিহত আলমাছের দুলাভাই ভুট্টো (৫০) আহত হয়। নিহত আলমাছ নাটোর জেলার সিংড়া থানার কালীনগর গ্রামের মৃত খালেকের ছেলে। সোমবার (৪জুলাই) বেলা পৌনে তিনটায় এই দুর্ঘটনাটি ঘটে।
আহত ভুট্টো জানায়, ফতুল্লার ভুইগড় গরুর হাট থেকে সাজিদ নামে হাটের এক ব্যাক্তিসহ আমরা তিনজন মটর সাইকেলে করে সিদ্ধিরগঞ্জে হাট দেখতে আসছিলাম। পথিমধ্যে সিদ্ধিরগঞ্জের আদমজী-শিমরাইল সড়কের আশরাফ আলী ফিলিং স্টেশনের কাছে আমাদের মোটরসাইকেলটির একটি পিক-আপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়৷ এসময় মোটরসাইকেলের পেছনে থাকা আলমাছ ছিটকে সড়কে পড়ে যায়। এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত ভুট্টো আরো জানায়, দূর্ঘটনার পর মোটরসাইকেল চালক সাজিদ দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। তবে স্থানীয়রা ঘাতক পিকআপটি আটক করেছে। তবে গাড়িটির চালক পালিয়ে গেছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানান, সড়ক দূর্ঘটনায় একজন গরু ব্যাবসায়ী নিহত হয়েছে। ঘাতক পিকআপটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।