সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন পরোয়ানাভুক্ত ও দায়ের করা মামলার ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলো ঃ১।নাদির ওরফে নাদিরা (৩৬)পিতাঃ মোঃ শাহাবুদ্দিন সাং সানারপাড় মধ্যপাড়া।২।মোহাম্মদ রোকন আলী(২৭)পিতা-মোঃ হক আলী সাং নুরের টেক থানা আড়াইহাজার। বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানান সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
এই বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানান, নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় কুখ্যাত নাদির ওরফে নাদিরা তাকে আমরা আটকের জন্য অনেকদিন ধরেই চেষ্টা করেছিলাম। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে আমরা সিদ্ধিরগঞ্জের মাসিক ৩ নং ওয়ার্ড এলাকায় নিমাই কাসারিতে অভিযানে যাই।
গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে কুখ্যাত আসামি মোঃ নাদির ইসলাম নাজির একজন কুখ্যাত সন্ত্রাসী এর নামে ২১টি মামলা এজাহার ও ৫টা ওয়ারেন্ট ভুক্ত রয়েছে বিভিন্ন থানা সহ উক্ত আসামিকে ঢাকা রায়েরবাগ এলাকায় গা-ঢাকা দিয়ে পলাতক রয়েছে, পরবর্তীতে উক্ত তথ্যের ভিত্তিতে ঢাকা রায়েরবাগ এলাকায় এসআই সানোয়ার, এসআই নুর আলম, এস আই রিপন সহ ভোর চারটার সময় অভিযান পরিচালনা করতে সক্ষম হয়।