মোঃ ফারুক হোসেন সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি ঃ
চিটাগাংরোড রেন্টেকার ভাড়ায় নেওয়া এক গাড়ি চালক তাঁর গাড়ি নিয়ে পালিয়েছেন। ড্রাইভার সাত্তার চিটাগাংরোড রেন্টেকার থেকে নেওয়া গাড়ি চালকের বিরুদ্ধে এই অভিযোগ করলেন মিনাল (৫২) সিদ্ধিরগঞ্জ থানায়।
অভিযোগকারী চিটাগাংরোড রেন্টেকার মালিক সমিতির প্রচার সম্পাদক।মোঃ মিনাল তাঁর বক্তব্য,বলেন ড্রাইভার সাত্তার ফরিদপুর ভাঙ্গার কথা বলে আমার কাছ থেকে ২৪। ১১। ২০২২ইং ঢাকা মেট্রো গ -১৯-৪৯৩৯ গাড়িটি নিয়ে যায়, অধ্যবর্তী পর্যন্ত বিবাদী ড্রাইভার গাড়িটি নিয়ে আর আসেনি। গতকাল সকালে সিদ্ধিরগঞ্জ থানায় আমি একটি অভিযোগ দায়ের করি যারনং৭৬৯৫।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশএ এসআই রাজ্জাক বলেন আমি একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নিব।