নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এশিয়ান টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন।

দশ পেরিয়ে এগারোতে পদার্পন ,সবার সাথে এশিয়ান টেলিভিশন এ শ্লোগানকে সামনে রেখে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এশিয়ান টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

আজ বুধবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ পুলস্থ শ্বশুর বাড়ি রেস্টুরেন্টে সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মোঃ ফারুক হোসেন এর সভাপতিত্বে কেক কাটার আয়োজন করা হয়।

বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টেলিভিশন ১০ম বর্ষ পেরিয়ে ১১ম বর্ষে পা রেখেছে। একইসাথে এশিয়ান রেডিও ৯০.৮ এফএম-এরও প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

এ সময় উপস্থিত ছিলেন ১নংওয়ার্ড কাউন্সিলর মোঃ আনোয়ার ও সাংবাদিকবৃন্দ এবং স্থানীয়
বাসিন্দাদের নিয়ে এমন অনুষ্ঠান আয়োজন করায় এশিয়ান টিভিকে ধন্যবাদ জানান । পরে সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি শ্বশুরবাড়ি চাইনিজ রেস্টুরেন্টে দিনব্যাপী শুভানুধ্যায়ীদের অংশগ্রহণের মধ্যদিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয় ।প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকলে এশিয়ান টিভির চেয়ারম্যান মহোদয় আলহাজ্ব মো: হারুন-উর-রশীদ (সিআইপি) এবং মো: সাজ্জাদ রশীদ পারভেজ(ডিএমডি-অপারেশন) এবং এশিয়ান টিভির মঙ্গল কামনা করেন ।
নিউজ ইমেইল করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *