সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) বিকালে সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়ার্ডের শুমিলপাড়া বাদশা মিয়া নূরে মদিনা দাখিল মাদরাসা মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় নাসিক সিদ্ধিরগঞ্জ থানার ৪,৫ ও ৬ নং ওয়ার্ড কমিটি গঠন করার লক্ষ্যে যাচাই করাসহ বিবিধ আলোচনা করা হয়।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কাজী শাহানারা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান।
শুমিলপাড়া ইউনিয়ন যুবলীগের স্বাস্থ্য পরিবেশ বিষয়ক সম্পাদক আবুল কাসেমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগের সভাপতি নাসিক কাউন্সিলর মতিউর রহমান মতি, নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোঃ জুয়েল নারায়ণগঞ্জ জেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী আল মাামুনুর রশীদ, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী খন্দকার মানিক মাস্টার, ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী আকতার হোসেন প্রমুখ।