নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নতুন কোর্টের সামনে, সিএনজির গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকাণ্ড পুড়ে ছাই হয়ে যায় সিএনজি যানবাহনটি।
আজ ১০ নভেম্বর শুক্রবার দুপুর দুইটার দিকে চাষাড়া থেকে সাইনবোর্ড এর দিকে যাওয়ার পথে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় সিএনজিতে থাকা ৪ যাত্রী নিরাপদে নামতে পেরেছেন।
সিএনজি চালক সুমন জানান, সিএনজির গ্যাস সিলিন্ডারের মুখ খুলে গ্যাস বের হতে থাকে।তখন চালক সিলিন্ডারের মুখ লাগানোর চেষ্টা করেন।
পরে স্থানীয় পথচারী ও কোর্টের পুলিশ সমন্বিত হয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
সিএনজিটি পুড়ে ছাই হয়ে যায়। সিএনজিতে থাকা এক যাত্রীর ল্যাপটপও পুড়ে গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী।