নিজস্ব প্রতিবেদক ঃ
নারায়ণগঞ্জে ফের বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাঁনমারির নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সামনে দাঁড়িয়ে থাকা ‘আল্লাহ ভরসা পরিবহন’- এর একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) মাসুদ রানা জানান, লিংক রোডের চাঁনমারি এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আল্লাহ ভরসা পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো ল ১৪-১৬৮৬) দুর্বৃত্তরা আগুন দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। জড়িতদের খুঁজে বের করতে পুলিশ চেষ্টা করে যাচ্ছে।