সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঘাতক ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে সাফিন আহমেদ (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে মিজমিজি দোয়েল চত্ত্বর এলাকায় এ ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করেছে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।
মৃত ওই শিশু চর বামনচর এলাকায় তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার শাহজালালের ছেলে।
(ওসি) গোলাম মোস্তফা জানান, শিশুটি রাত ৮ টা দোয়েল চত্বর মেড়ের টি টাওয়ারের সামনে একটি সিমেন্ট বোঝাই ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। পরে এলাকাবাসী ফোন করলে আমাদের থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। গাড়ি চালক এবং গাড়ি আটক করা হয়েছে। এ ঘটনার পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
২৯ সেপ্টেম্বর শুক্রবার