নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে রোকনুজ্জামান মানবিক সেবা প্রদান।

নিজস্ব প্রতিবেদকঃ সিদ্ধিরগঞ্জ থানার আওতাধীন সাইনবোর্ডে অবস্থিত নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস ।নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানার জনগন পাসপোর্ট করার জন্য আসেন এই অফিসে। নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দায়িত্ব পালনে মানবিক সেবা প্রদান করেন , তিনি হলেন উপ সহকারি পরিচালক রুকুনজ্জামান ।তিনি যোগদানের পর থেকে পাসপোর্ট অফিসে নিরলস ভাবে সেবা প্রদান করে যাচ্ছেন।কখনও নিচে দেখতে পাওয়া যায় আবার কখন উপরে বসে সেবা প্রদান করছেন।দায়িত্ব পালনে তিনি কঠোর সেবা প্রদান করে যাচ্ছেন। যতক্ষন াঅফিসে থাকেন ততক্ষন মানুষের সেবায় নিযোজিত থাকেন তার প্রসংশায় প্রসংশিত জনগন ।সেবার মান উন্নয়নে এমন মানবিক অফিসার এই আঞ্চলিক পাসপোর্ট অফিসে থাকলে সেবার মান ও উন্ন্য়ন বেড়ে যাবে। নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোট অফিসের সুনাম বৃদ্ধি পাবে।এরমক আরোও কয়েকজন অফিসার এই আঞ্চলিক পাসর্পোট অফিসে প্রয়োজন মনে করেন সাধারন জনগন।

এদিকে সাধারণ জনগন সুমন বলেন, আমি আড়াই হাজার এলাকার বাসিন্দা আমার আত্বীয় স্বজন কয়েক জনের পাসপোর্ট করার জন্য এসেছি,কারো নামের ,বয়স ,এবং ঠিকানা সমস্যা ছিল এজন্য আমি সাক্ষাৎ করি উপ সহকারি পরিচালক রুকুনজ্জামান এর কাছে ,তিনি আমাকে সহজ এবং সুন্দর ভাষায় এই বিষয় গুলোকে বুঝিয়ে দিয়েছেন।তিনি আসলে একজন মানবিক অফিসার তার সেবা আমরা সবাই উপকৃত এরকম মানুষ আঞ্চলিক পাসপোর্ট অফিসে থাকলে সেবার মান উন্নয়ন হবে বলে তিনি ব্যক্ত করেন।

পাসপোর্ট অফিসে দায়িত্ব কর্তব্যরত আনসার মিনহাজ বলেন,রুকুনজ্জান সার একজন আসলে মানবিক অফিসার ।তিনি দায়িত্ব পালনে কোন প্রকার অনিহা করেন না। তিনি নিচে উপরে সবসময় সময় দিয়ে থাকেন।তার দায়িত্ব পালনে জনগন খুশি। যখন অফিসে আসেন জনগনের সেবায় নিযোজিত থাকেন।

এদিকে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দায়িত্ব প্রাপ্ত সহ পরিচালক জামাল উদ্দিন বলেন , তিনি আমি আসার পূর্বে থেকে এখানে দায়িত্ব পালন করছেন।তার সেবার মান উন্নয়ন সর্ম্পকে আমাকে অবহিত করেছে,তার দায়িত্ব কর্তব্য পালনে পাসপোর্ট অফিসে সবার মান বৃদ্ধি পাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *