নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার এ পবিত্র ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হয়েছে

আড়াই হাজার প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার উপজেলা নোয়াঁগাও কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। এ সময় সকাল ৭:৩০ মিনিটে ৬৫ টি গ্রামের ঈদের জামায়াতের প্রদান কেন্দ্র নোয়াগাঁও কেন্দ্রীয় জামে মসজিদে এক সাথে মহিলা/পুরুষ সহ বিশ হাজার মুসল্লী জামায়াতে অংশগ্রহন করেন।

ধর্মপ্রাণ মুসলিম সাম্য মৈত্রী স্বাধীনতা ভূলে সকলে একত্রিত হয়ে একই কাতারে সমবেত হন এই পবিত্র ঈদুল ফিতরের জামায়াতে আড়াইহাজারে সবচেয়ে কমবয়সী তরুন হিসেবে সবচেয়ে বড় ঈদুল ফিতরের জামায়াতে এবার ইমামতি করেন হাফেজ সাদাত বারী খাঁন, আলহাজ্ব ফজলুল বারী খাঁন মিয়া সাহেবের পুত্র, ধর্মপ্রাণ মুসল্লীদের চোঁখের কোনে পানি চলে আসে কোরআনের সুমুধুর কন্ঠ শুনে,তারপর মুসল্লীদের উদ্দেশ্য খুৎবা প্রদান করেন নারায়ণগজ্ঞ জমঈয়তে আহলে হাদিসের সভাপতি শায়েখ ফজলুল বারী খাঁন মিয়া সাহেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *