নিজস্ব সংবাদদাতা ঃসেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন সারা দেশে সড়কপথে উন্নয়ন ও সরকারের নানা প্রচেষ্টার কারণে এবার মানুষের ঈদযাত্রা নিরাপদ এবং স্বস্তির হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (৬ মে) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক ও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ছয় লেনের উন্নয়ন কাজের পরিস্থিতি পর্যবেক্ষণে এসে মন্ত্রী এ কথা জানান।
ঈদযাত্রা নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের মন্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মানুষের আনন্দ দেখে বিএনপির কষ্ট হয়, তাই তারা স্বস্তির ঈদযাত্রা নিয়েও সমালোচনা করে।
সয়াবিন তেলের দামসহ দ্রব্যমূল্য বৃদ্ধির ব্যাপারে মন্ত্রী ওবায়দুল বলেন, করোনা সংকট ও ইউক্রেনে সাম্প্রতিক যুদ্ধের কারণে সারা বিশ্বেই আন্তর্জাতিক বাজারে সব কিছুর দাম বেশি। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত দূরদর্শিতা ও ধৈর্য্যের সঙ্গে দেশের সব ধরণের সংকট মোকাবেলা করেছেন।
