নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী হত্যার আসামি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্বামী কর্তৃক স্ত্রী আনোয়ার বেগম হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক।

এর আগে শনিবার (২১ জানুয়ারি) দুপুর সিদ্ধিরগঞ্জ থানার এসআই ইয়াউর রহমান জালকুড়ি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

পরে বিজ্ঞ আদালতে সোর্পদ করলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসিনের কাছে হত্যার কথাটি শিকার করেন।

উল্লেখ্য এর আগে গত ১৮ জানুয়ারি বিকেলে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় তাকে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

নিহত আনোয়ারা বেগম নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পশ্চিম জালকুড়ি এলাকার মো. মানিক পাটোয়ারীর স্ত্রী।

এ ঘটনায় নিহত আনোয়ারা বেগমের মেয়ে মোছা.স্বর্নালী বাদী হয়ে তার বাবাকে অভিযুক্ত করে ওইদিন রাতেই সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

অভিযুক্ত মানিক পাটোয়ারী (৫৫) চাঁদপুর সদরের মুন্সিরহাটি গ্রামের মৃত শরাফত পাটোয়ারীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত কয়েক বছর যাবত তার পিতা এবং মাতার মধ্যে পারিবারিক দাম্পত্য কলহ বিরাজমান ছিল। ওই জের ধরে আজ বিকেলে তার বাবা তার মাকে পিছন থেকে এসে ধারালো চাকু দিয়ে তলপেটে আঘাত করে। তা দেখে আশেপাশের লোকজন এগিয়ে এলে তার বাবা পালিয়ে যায়। তার মাকে আশেপাশের লোকজনের সহযোগিতায় খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তার মাকে মৃত ঘোষনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *