নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে কোস্টগার্ড কতৃক বিশেষ অভিযানে ভারতীয় পণ্য উদ্ধার।

নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন কাঁচপুর ব্রীজ সংলগ্ন লিংক রোডে অভিযানকালে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আসা ভারতীয় পণ্য বিপুলসংখ্যক কসমেটিকস ও শাড়ী-কাপর উদ্ধার করেছে কোস্ট গার্ড।

শনিবার (১১ নভেম্বর) দুপুর ২:৩০ টায় নারায়ণগঞ্জ কোস্ট গার্ড সদর দপ্তরের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার রুহান মনজুর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

গোপন সংবাদের সূত্র ধরে শুক্রবার (১০ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনন্থ বিসিজি ষ্টেশন পাগলা কর্তৃক ষ্টেশন কমান্ডার লেফটেন্যান্ট রুহান মনজুর’র নেতৃত্বে একটি বিশেষ অভিযান চালানো হয়। ও-ই অভিযানের সময় সিলেট হতে ঢাকাগামী পাথর বোঝাই একটি ট্রাককে কোস্ট গার্ড সদস্য কর্তৃক সন্দেহ করে থামার সংকেত দিলে ট্রাকের ড্রাইভার সংকেত অমান্য করে না থেমে দ্রুত পালাতে থাকে।

ঠিক ও-ই সময় কোস্ট গার্ড সদস্যবৃন্দ ট্রাকটিকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। একপর্যায়ে চালক সহ চোরাকারবারিরা ট্রাক থামিয়ে দ্রুত পালিয়ে যায়। কাউকেই আটক করতে পারেনি।  অতঃপর ট্রাকটি তল্লাশি করে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আসা বিপুলসংখ্যক শাড়ি-কাপড়, লোশন, সানরাইজ ক্রিম জব্দ করে। জব্দকৃত পণ্যের পরিমাণ শাড়ি ২৮৭৭ পিস, লোশন ১০০৮ পিস, সানরাইজ ক্রিম ৪৫০০ পিস। যার সর্বমোট মূল্য আনুমানিক ৬ কোটি টাকা।

তিনি সাংবাদিকদের আরও জানান- পরে জব্দকৃত কসমেটিকস ও শাড়ি-কাপড় সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *