নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের সঙ্গে সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উদ্যোগ মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকালবেলা থানা ভবনের এই দোয়া ও ইফতার করা হয়। এসময় সিদ্ধিরগঞ্জের সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের সঙ্গে সাংবাদিক

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক, পরিদর্শক (অপারেশন) মো. আবু বক্কর সিদ্দিক উপস্থিত ছিলেন। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. মশিউর রহমান বলেন, সাংবাদিক-পুলিশের সম্পর্ক হচ্ছে ভ্রাতৃত্বের সম্পর্ক। পুলিশ সবসময় সাংবাদিকদের সঙ্গে মিলেমিশে কাজ করে সিদ্ধিরগঞ্জের সকল আইনবিরোধী কার্যকলাপ বন্ধ করা হবে। মাদকের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে নিলে লড়াই করা হবে। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরাও থানা পুলিশের ইফতারের উদ্যোগকে স্বাগত জানিয়ে সবসময় পুলিশের সঙ্গে একতালে কাজ করে সমাজের উন্নয়নে অংশগ্রহণ করতে চায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *