নাসিক ৭ নং ওয়ার্ড যুব সমাজ ও ডেন্টিস সৈকতের উদ্যোগে
র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ নাসিক ৭ নং ওয়ার্ডে কদমতলী যুব সমাজের উদ্যোগে দুস্থ ও গরিবের মাঝে শীত বস্ত্র বিতরন কার্যক্রম করার লক্ষ্যে মেলায় র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে ।গতকাল আনুষ্ঠানিক ভাবে র্যাফেল ড্র বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নাসিক ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মহাজোট সমর্থিত কাউন্সিলর প্রার্থী ডের্ন্টিস মুশফিকুর রহমান সৈকত ও বর্তমান কাউন্সিলর মিজানুর রহমান খান রিপন ।র্যাফেল ড্র এর আকর্ষনীয় ১ম থেকে ১০ টি পুরস্কার মোটর সাইকেল,স্বর্ণের চেইন,স্বর্নের আংটি,এলইডি টিভি,ডায়মন্ডের নাক ফুল,স্মাট ফোন, ডিনার সেট,ব্লেন্ডার মেশিন, প্রেসার কুকারসহ আরো কিছু পুরস্কার বিতরন করা হয়।সার্বিক সহযোগিতায় কদমতলী যুব সমাজের শাওন,সাগর,সজিব,রুবেল, মাহবুব, ইমন,ইয়াছিন, ইসলাম, ফাহিম ,নাজিমসহ বন্ধুমহল এর কারনে র্যাফেল ড্র এর টাকা দিয়ে পুরস্কার ও দুস্থ এবং গরিবের মাঝে শীত বস্ত্র বিতরন সম্ভব হয়েছে। ডের্ন্টিস মুশফিকুর রহমান সৈকত মুক্তমনা একজন সৎ আর্দশ নাগরিক, জনগনের কল্যানে কাজ করতে নিজেকে বিলীন করে দেন। নাসিক ৭ নং ওয়ার্ডবাসীর সাথে আনন্দ হাসিখুশি হিসাবে থাকতে চান।৭ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মিজানুর রহমান খান রিপনের সার্বিক তত্ত্বাবধানে র্যাফেল ড্র বিভিন্ন পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেন।