নিজস্ব প্রতিনিধিঃ মোঃ আনোয়ার হোসেন।
পটুয়াখালীর বসাক বাজার নামক স্থানে সড়ক দুর্ঘটনায় গলাচিপার আমখোলা ইউনিয়নের ২ নং ওয়ার্ড ইউপি সদস্য মো. হানিফ গাজী (৫৫) মৃত্যুর খবর পাওয়া গেছে হানিফ গাজীর মৃত্যুতে এলাকায় শোকের মাতুম শুরু হয়েছে।
মঙ্গলবার (১৪ জুন) সকাল ১০ টা ১৫ মিনিটের দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বসাক বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মৃত হানিফ গাজী গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য তিনি মৃত রত্তন আলী গাজীর ছেলে। এ ঘটনায় হানিফ গাজীর সাথে থাকা তার ভাগ্নে শামিম আহমেদ ও গুরুতর আহত হয়েছেন। তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, রাস্তা পারাপারের সময় একটি শিশুকে বাঁচাতে গিয়ে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে হানিফ গাজীর মৃত্যু হয়। হানিফ গাজীর লাশ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক হানিফ গাজীকে মৃত ঘোষণা করেন। সেখানে স্থানীয় আমখোলা ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ কামরুজ্জামান মনির হাওলাদার উপস্থিত হয়ে তার লাশ বাড়ীতে নিয়ে আসেন।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।