পারিবারিক কলহ ওয়াশরুমে আত্মহত্যা তরুণের

পারিবারিক কলহ, ওয়াশরুমে আত্নহত্যা তরুণের

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় পারিবারিক কলহের জেরে মোহাম্মদ আলি(১৮) নামের এক তরুণ আত্মহত্যা করেছেন।

ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের ভূঁইগড়ে এ ঘটনা ঘটে৷ মোহাম্মদ আলি ভূঁইগড়ের সেলিম মাস্টারের বাড়িতে ভাড়া থাকতেন।আলী শরীয়তপুরের পালং থানার বিনোদপুর গ্রামের মো. লিটন মোল্লার ছেলে তিনি৷ আলি স্থানীয় একটি লাইট ফ্যাক্টরিতে কাজ করতেন৷

শুক্রবার (২০অক্টোবর)রাত সাড়ে ১২টার পরে আলিকে অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনেন স্বজনরা। এসময় চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

মোহাম্মদ আলীর বাবা লিটন মোল্লা বলেন, ‘গতকাল বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাতে কাজ শেষে বাড়িতে এলে পারিবারিক বিষয় নিয়ে আলির সাথে কথা কাটাকাটি হয় । এরপর সে ওয়াশরুমে যায়। দীর্ঘক্ষণ পরেও ওয়াশরুম থেকে না বের হওয়ায় আমরা সন্দেহ করি। ডাকাডাকি করেও তাঁর কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিলো না। ফলে আশেপাশের লোকজন নিয়ে ওয়াশরুমের দরজা ভেঙে দেখি গলায় গামছা পেঁচিয়ে ভেন্টিলেটরের সাথে ঝুলে আছে সে। পরে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক জানান, সে মারা গেছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, ‘মোহাম্মদ আলির মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। ফতুল্লা থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *