প্রকাশিত সংবাদে মুন্নার ব্যাখ্যা

সিদ্ধিরগন্জ পতিনিধিঃ

নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত কয়েকটি দৈনিক পত্রিকায় গত ৬ জুলাই বুধবার সিদ্ধিরগঞ্জে লেগুনা মুন্নার অত্যাচারে অতিষ্ঠ বিভিন্ন ব্যবসায়ী ও পরিবহন
মালিকরাসহ বিভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। প্রকাশিত সংবাদে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে তার কোন সত্যতা নেই।

সংবাদে আমাকে সিএনজি ও লেগুনা ড্রাইভার হিসেবে উপস্থাপন করা হয়েছে পরিকল্পিতভাবে আমার সুনাম ক্ষুন্ন করার জন্য।

প্রকৃত পক্ষে আমি একজন গণমাধ্যম কর্মী। দীর্ঘ দিন ধরে আমি জাতীয় একটি পত্রিকায় কাজ কাজ করে আসছি।

আমাকে শিল্পকারখানা ও পরিবহন চাঁদাবাজ আখ্যায়িত করা হয়েছে যা ভিত্তিহীন। আসল সত্য হল, আমি সাদ্দাম হোসেন মুন্না ধারদেনা করে দুইটি লেগুনা গাড়ি কিনেছি সাড়ে ৫ লাখ টাকা দিয়ে।

আমার দুইটি গাড়ি ভাড়ায় চলে। প্রতিদিন আমি আমার গাড়ির জমা নিয়ে থাকি।

জমা নেওয়াকে একটি মহল ঈর্ষান্নিত হয়ে চাঁদা হিসেবে চালিয়ে দেওয়ার অপচেষ্টা চালিয়েছে। সংবাদে আমার ৬ টি গাড়ির কথা উল্লেখ করা হয়েছে।

যাহা সম্পন্ন মিথ্যা। তাছাড়া প্রকাশিত সংবাদ বিষয়ে আমার কোন মতামত নেওয়া হয়নি।

আমার বিরুদ্ধে তুলে ধরা এসব অভিযোগ সত্য কিনা তা যাছাই-বাচাই না করেই সংবাদ প্রকাশ করা একজন সংবাদ কর্মী হিসেবে আমি মর্মাহত।

তাই সংবাদটি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এমন কাল্পনিক ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য গণমাধ্যমের প্রতি বিশেষ অনুরোধ রইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *