ফজলুল হক স্কুলের প্রধান শিক্ষক সফিউর রহমান লিটন পুনর্বহাল
ফজলুল হক স্কুলের প্রধান শিক্ষক লিটন পুনর্বহাল
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নাসিক ৪নং ওয়ার্ডের আটি ওয়াপদা কলোনীস্থ হাজী ফজলুল হক মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. সফিউর রহমান খান লিটন বিদ্যালয়টিতে পুনর্বহাল রয়েছেন।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্কুল কর্তৃপক্ষ পুনর্বহালের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, গত ১৯ অক্টোবর স্কুলের প্রধান শিক্ষক মো. সফিউর রহমান খান লিটনের নিকট স্কুলটির ম্যানেজিং কমিটি ২০১২ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ১০ বছরের আয় ব্যয়ের হিসাব চেয়ে একটি নোটিশ প্রদান এবং ১৫ দিনের মৌখিক সাসপেন্ড করেন।
পরবর্তীতে গত ১২ নভেম্বর স্কুল কর্তৃপক্ষের গঠনকৃত প্রদত্ত চার সদস্যবিশিষ্ট কমিটি, স্কুলটির মালিকপক্ষ, নাসিক ৪নং ওয়ার্ড কাউন্সিলর নুর উদ্দীন মিয়া, অন্য দুই স্কুলের প্রধান শিক্ষকসহ মোট ১২ জনের সামনে গত ১০ বছরে আয় ব্যয়ের হিসাব দেন হাজী ফজলুল হক মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. সফিউর রহমান খান লিটন। হিসাব যাচাই বাচাই করে উপস্থিত সবাই মো. সফিউর রহমান খান লিটনকে স্কুলটির প্রধান শিক্ষক হিসেবে পুনরায় বহাল রাখেন। এসময় স্কুলটির সহকারী প্রধান শিক্ষক হিসেবে মো. ইমরানকে এবং স্কুলের নতুন কমিটিতে আব্দুল আউয়াল ও হাজী কবির হোসেনকে রাখার ঘোষণা দেওয়া হয়। নাসিক ৪নং ওয়ার্ড কাউন্সিলর নুর উদ্দীন মিয়া এই বিদ্যালয়ের পাশে সবসময় থাকার অঙ্গিকার ব্যক্ত করেন।
এসময় স্কুলের ছাত্র-ছাত্রীরা প্রধান শিক্ষক মো. সফিউর রহমান খান লিটনকে ফুলেল শুভেচ্ছা জানান।