জয় হোক বন্ধুত্বের, জয় হোক মানবতার” শ্লোগানে ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ফিরে দেখা রজত জয়ন্তী। ২৫ নভেম্বর শুক্রবার শহরের খানপুর চৌরঙ্গী পার্কে দিনব্যাপী রজত জয়ন্তী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জের সভাপতি ডাঃ ফরহাদ আহমেদ জেনিথ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার কাজী সাঈদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি জিতু সুমন, সাহেলা পারভিন মিলি, জাকির হোসেন, সায়েম কবীর ও অনুষ্ঠান সমন্বয়কারী এম এ মান্নান ভূঁইয়া। এসএসসি পরীক্ষার ২৫ বছরে ফিরে দেখা রজত জয়ন্তীতে বন্ধুদের আড্ডা, অনুভূতি প্রকাশ, শুভেচ্ছা ক্রেস্ট প্রদান, কেক কাটাসহ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।