ফিলিস্তিনিদের উপর ইসরাইলের হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলে অনেককে ফিলিস্তিনির পতাকা হাতে পুড়িয়ে ফেলতে দেখা গেছে।

শুক্রবার (২০অক্টোবর) এ সমাবেশ থেকে অবিলম্বে আগ্রাসন বন্ধ এবং ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতির দিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

জুমার নামাজ শেষে সিদ্ধিরগঞ্জ পুলস্থ শিমরাইল মোড় চত্বরে ও নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার কাচপুর ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ও বিভিন্ন স্থানে তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে।

সিদ্ধিরগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ,মাওলানা ফরিদ উদ্দিন সাইলো গেট জামে মসজিদ, মাওলানা লুৎফর রহমান,আটি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম,ওমরপুর পশ্চিম পাড়া মসজিদের ইমাম,সিদ্ধিরগঞ্জ পুল কবরস্থান জামে মসজিদ ও বিভিন্ন মসজিদের ইমামরা বক্তব্য দেন।

পরে সমাবেশ থেকে ফিলিস্তিনের মুসলমানদের ওপর বর্বরোচিত হামলা বন্ধসহ ১০ দফা দাবি ঘোষণা করেন নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *