বাংলাদেশের কুমার নদে সনাতন ধর্মাবলম্বীদের পুণ্যস্নানে হাজারো মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক ।।বাংলাদেশের ফরিদপুরের বোয়ালমারীতে প্রায় ৮০০ বছরের পুণ্যস্নান অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ ফেব্রুয়ারি) উপজেলার চন্দনা-বারাসিয়া এলাকার কুমার নদে পুণ্যস্নানে অংশ নেন কয়েক হাজার মানুষ।

স্থানীয় ও আয়োজকরা জানান, সনাতন ধর্মাবলম্বীদের পুণ্যস্নান ও নানা আয়োজনের পাশাপাশি ওই এলাকায় মেলা বসে। তিনদিন ধরে চলবে এ মেলা। প্রতি বছরের মতো এবারও নানা আয়োজনের মধ্যদিয়ে পুণ্যস্নান অনুষ্ঠিত হয়। মাঘীপূর্ণিমা তিথিতে এ স্নানের মাধ্যমে মায়ের কাছে প্রার্থনা করে নিজেদের পাপ মোচন করা হয়।

কয়ড়া কালীমন্দিরের সভাপতি সুবাস চন্দ্র সাহা বলেন, প্রায় ৮০০ বছর ধরে এখানে পুণ্যস্নান অনুষ্ঠিত হয়। গঙ্গাস্নানের অংশ হিসেবে কুমার নদের এ ঘাটে পবিত্র হতে স্নান করা হয়। মা গঙ্গা মন্ত্র, আসমান, সূর্যাগ্যমন্ত্র এরকম নানা মন্ত্র পাঠ করা হয়। প্রতিবারের মতো এবারও জেলা-উপজেলা ও দেশের বিভিন্ন স্থান থেকে আগত হাজার হাজার মানুষের সমাগম ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *