বিএনপি -জামায়াতের অবরোধের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

বিএনপি-জামায়াতের অবরোধের বিরুদ্ধে

সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৯ নভেম্বর) সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ বিক্ষোভ মিছিল করা হয়। নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সম্রাটের নেতৃত্বে বৃহস্পতিবার ৯ নভেম্বর বেলা ২ টায় সিদ্ধিরগঞ্জের ৫ নং ওয়ার্ড থেকে শুরু করে সিদ্ধিরগঞ্জ পুল এমএস টাওয়ারের সামনে গিয়ে বিএনপি জামায়াতের অবরোধের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিল শুরু হওয়ার আগেই ছাত্রলীগ নেতাকর্মীরা সিদ্ধিরগঞ্জ রেবতি মোহন পাইলট স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে এসে সমবেত হয়। বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের স্লোগান স্লোগানে মুখরিত হয়ে ওঠে সিদ্ধিরগঞ্জের জনপথ। বিএনপি জামায়াতের অবরোধের যে কোন নাশকতার বিরুদ্ধে মহানগর ছাত্রলীগ দুর্বার প্রতিরোধ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে। মেহেদী হাসান সম্রাট বলেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জ মহানগরে সকল শিক্ষাঙ্গনের শিক্ষার পরিবেশ সুন্দর, শান্ত ও নিরাপদ রাখার জন্য নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ প্রতিটি স্কুল-কলেজে সমবেত হয়ে বিএনপি জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সাবেক সম্পাদক তামিম ইসলাম জয়। এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল হক, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, আব্দুর রহমান, সাবেক ক্যাম্পাসে নেতৃত্বে দেয় বৃহস্পতিবার বেলা দুইটায় সিদ্ধিরগঞ্জে বিএনপি জামাতের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে।

পরে মেহেদী হাসান অন্যান্য নেতাকর্মী সহ বিএনপি জামাতের অবরোধের বিরুদ্ধে সাবেক ইমন রাতুল সহ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক সদস্য তালহা তিন নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি ত্রাণ বিষয়ক সম্পাদক মিনহাজ,সাবেক সদস্য তালহা, ৩ নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি সাকিব, ৭ নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি সাদ্দাম, ৮ নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি আরিফ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ১ নং ওয়ার্ড ছাত্রলীগ সাধারণ সম্পাদক মনির হোসেন, ১ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা দ্বীন ইসলাম, সাবেক মহানগর ছাত্রলীগ নেতা মতিউর রহমান, মহানগর ছাত্রলীগ নেতা আলামিন, জুয়েল, তানভীর, রাতুল, মারুফ, নিলয়, শাফিন, রাহাত, ইমন, নাঈম, ২ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা সিয়াম, রাসেল, ১ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা পায়েল, আলমগীর, সিদ্ধিরগঞ্জ থানা সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল মজিদ সহ অসংখ্য নেতা কর্মী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *