বিচারের দাবিতে লাশ নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইমন হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের বিচারের দাবীতে বিক্ষোভ করেছে তার স্বজনরা।

বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সানারপাড় বাসস্ট্যান্ড এলাকা অবরোধ করে নিহতের লাশ বিক্ষোভ করে তারা।

এসময় তার স্বজনরা ইমন হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এদিকে মহাসড়ক অবরোধের ফলে ঢাকামুখী যানবাহনগুলো চলাচল প্রায় ৩০ মিনিট বন্ধ ছিল। পরে তাদেরকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

এর আগে বুধবার (২৭ জুলাই) রাতে সিদ্ধিরগঞ্জের বাগমারা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে ‘কিশোর গ্যাংয়ের’ হামলায় ইমনের মৃত্যু হয়।

নিহত ইমন সিদ্ধিরগঞ্জের আদর্শনগর এলাকার মোঃ শাহআলমের ছেলে।

এ ঘটনায় মশিউর রহমান রাজু (২৪) নামের একজনকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

নিহত ইমনের মা মোছা. শাহিনুর বেগম বলেন, দুই গ্রুপের সংঘর্ষে আমার ছেলে মারা গেছে। রাসেল, রাজু, স্বপন, আব্দূল খলিল, মো. ইয়াসিন, রাজিব, বিজয় এ ঘটনার সঙ্গে জড়িত বলে দাবি শাহিনুরের। তিনি তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, বিচারের দাবীতে বিকেলে মহাসড়ক অবরোধ করে নিহতের স্বজনরা বিক্ষোভ করে। আমরা তাদেরকে বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেই। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি মশিউর।

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মোঃ ফারুক হোসেন 01712 9130 85।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *