ফোরকান ইসলাম বেতাগীঃ বরগুনার বেতাগীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উৎযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে বেতাগী মৎস্য বিভাগ। “স্বয়ংসম্পূর্ন মাছে দেশ- বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যে শনিবার বিকাল ৪ টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্টিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সুহৃদ সালেহীন।
এ সময় সংবাদিকদের প্রেস ব্রিফিং প্রধান অতিথি ছিলেন মো মাকসুদুর রহমান ফোরকান উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু।আব্দুস সালাম সিদ্দিকী সভাপতি বেতাগী প্রেসক্লাব,সমকাল প্রতিনিধি,মিজানুর রহমান মজনু, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি,সাইদুল ইসলাম মন্টু,দ্যা নিউ নেশন,লায়ন শামিম সিকদার,যায়যায়দিন ,মহসিন খান,বাংলাদেশ টুডে,শাহাদাত হোসেন মুন্না, দৈনিক গনকন্ঠ,মো সুজন,বাংলাদেশ সংবাদ ও খাইরুল ইসলাম মুন্না।মতবিনিময়ের সময় সাংবাদিকরা বলেন মৎস চাষের নামে যেন মানুষের ব্যবহৃত খাল বদ্ধ রাখা না হয় সেদিকে যেন প্রশাসন দৃষ্টি রাখেন।সভাপতির বক্তব্যে সুহৃদ সালেহীন বলেন মৎস্য আহরণ খাতে বাংলাদেশ পৃথিবির ৪র্থ স্থান অধিকার করে রয়েছে। সমস্যা সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, গুণগত মানসম্পন্ন পোনা, খাদ্য ও অন্যান্য উপকরণ অপর্যাপ্ততা, জলাবদ্ধতা, মাছের মাইগ্রেষন বাঁধাপ্রাপ্ত হওয়া ও জীববৈচিত্র্য হ্রাস, পানি প্রবাহ হ্রাস, পলি জমার কারণে মাছের প্রজনন ও বিচরণক্ষেত্র বাঁধাগ্রস্থ হওয়া, জেলেদের মাছ ধরা নিষিদ্ধ মৌসুমে বিকল্প জীবিকায়নের সহায়তার অভাব, মাছের অভয়াশ্রম স্থাপন ও রক্ষনাবেক্ষণ ব্যবস্থা অপ্রতুল।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মাদ আব্দুল গফফার বলেন, ইলিশের বাড়ি বরগুনায় আর বেতাগী হল এর একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা তাই ৬৫দিনের অবরোধ শনিবার মধ্য রাতে শেষ হবে এবং ২৩-২৯ জুলাই পর্যন্ত মৎস্য সপ্তাহ -২০২২ উপলক্ষে সকল কর্মসূচিতে আপনাদের অংশ গ্রহন কামনা করেন।